ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের দায়ে স্বামী-স্ত্রী আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের দায়ে স্বামী-স্ত্রী আটক
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫


ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের দায়ে স্বামী-স্ত্রী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া পশ্চিমপাড়া সীমান্ত পথে রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী ও স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চীনোড়া বামইন গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে অবিনাশ চন্দ্র (২৯) ও তার স্ত্রী জয়ন্তী রানী (২৮)।

রোববার (২০ এপ্রিল) রাতেই আটক স্বামী ও স্ত্রীকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনস্ত জলপাইতলী বিওপি ক্যাম্পের সদস্যরা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানান, আটক স্বামী-স্ত্রী নওগাঁ থেকে এসে ফুলবাড়ী সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদেরকে আজ সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ০:০৩:৫৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ