চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫


চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে বজ্রপাতে আব্দুর রব (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩ উপজেলার জাহানপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
জাহানপুর ইউেিয়নের সাবেক মেম্বার বজলুর রহমান জানান, নিহত আব্দুর রব সোমবার দুপুরে তার পাশের বাড়ির এক ব্যক্তিকে দাওয়াত করে। সে আসতে দেরি করায় আব্দুর রব তাকে নিয়ে আসার জন্য তার বাড়িতে যায়। এ সময় বৃষ্টিসহ বর্জ্যপাত শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ