চরফ্যাশনে মৎস্য বিভাগের সেই অফিস সহকারীর বদলি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মৎস্য বিভাগের সেই অফিস সহকারীর বদলি
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫


---

 

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের সেই অফিস সহকারী আব্বাস উদ্দিনের বদলী হয়েছে। শনিবার জেলা মৎস্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়, অফিস সহকারী আব্বাস উদ্দিন দীর্ঘ ১৫বছর ধরে কর্মরত থাকা এবং বিভিন্ন অনিয়ম অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।
উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আব্বাস উদ্দিনকে ভোলার লালমোহন উপজেলা মৎস্য অফিসে বদলী করা হয়েছে।
গত ১৩ ও ১৪ এপ্রিল কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে “ অঢেল সম্পাত্তির মালিক গড়েছেন আলিশান বাড়ী, একই কর্মস্থলে ১৫বছর মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন” শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বদলি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা বদলীকৃত কর্মচারীকে আগামী ২২এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি দিতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে স্বীয় কর্মস্থল হতে তাৎক্ষণিক অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:০৫ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ