নাজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫


নাজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম শাফিক ও তার ভাই মোজাহিদুল ইসলামের নামে উদ্দেশ্য প্রনীতভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য প্রকাশের প্রতিবাদে গণ মানববন্ধ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সেখমাটিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ গণ মানববন্ধনে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।

এ সময় গণ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ তাফসির শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রফিকুল ইসলাম, তাঁতি দলের সভাপতি আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য মো: হাবিবুর রহমান, রঘুনাথপুর আবাসন প্রকল্পের সভাপতি ময়না বেগম প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে, কুচক্রী  মহল বিভিন্ন ধরনের ফন্দি  ফিকিরসহ নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই এ সকল কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীদেরকে অনতিবিলম্বে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের শাস্তির দাবী জানানো হয় এবং প্রকাশ্যে তাদের বিচার চান।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:০৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ