আগৈলঝাড়ায় ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫


আগৈলঝাড়ায় ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (৯এপ্রিল) সকালে আগৈলঝাড়া থানার সামনের রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, রনি সরদার, মঞ্জুয়ারা বেগম, সোহাগ শাহ, লুনা বেগম, সাজ্জাদ বিশ্বাস, লিপি বেগম প্রমুখ।
ইউএনও অফিসের অফিস সহায়ক বিলকিস আক্তার, মো. আমির আলী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ইউএনও’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দেওযা আমাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনও ফারিহা তানজিন আমাদের চাকুরি খেয়ে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার অফিসের তিন কর্মচারী সঠিক সময়ে অফিসে  আসেন না ও ঠিক মত দায়িত্ব পালন করেন না  এবং অফিসে আসা সেবা গৃহীতাদের কাছ থেকে ২/১’শ করে টাকা  নেয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা  অভিযোগ করছে। ড্রেজার দিয়ে ডোবা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণ করার দায়ে এক বালু ব্যবসায়ী যুবদল নেতাকে গত ৩ মাস পূর্বে মোবাইল কোর্টে ৫০ হাাজর টাকা জরিমানা করা হয়েছিল। ওই বালু ব্যবসায়ীর ইন্দনে ব্যবসায়ীর  আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবরা  মিলে আমার  অপসারণ  দাবি করে বিক্ষোভ করেছে বলে আমি  শুনেছি।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:২২ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ