দুমকির আ‘লীগ নেতা আবুল কালাম না:গঞ্জে গ্রেফতার!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকির আ‘লীগ নেতা আবুল কালাম না:গঞ্জে গ্রেফতার!
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫


দুমকির আ‘লীগ নেতা আবুল কালাম না:গঞ্জে গ্রেফতার!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা আ‘লীগ সভাপতি আবুল কালাম আজাদ(৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ভূমিপল্লী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো: নুরুজ্জামান ডিএমপি পুলিশ ও র‌্যাব-১১ টিমের সহায়তায় অভিযান চালিয়ে তাকে( আবুল কালাম আজাদ) আটক করে রাতেই দুমকি থানায় নিয়ে আসা হয়। ধৃত আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবুল কাসেম মৃধার ছেলে এবং দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলার তদন্তকারি কর্মকর্তা দুমকি থানার এসআই মো: নুরুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় হামলা ও ভাংচুর মামলার ওয়ারেন্টি ১নং আসামি আবুল কালাম আজাদ রাজধানী শহর ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিৎ হওয়ার পর র‌্যাব-১১‘র সহায়তায় সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করতে সমর্থ হন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টায় তাকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৪৩ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ