চরফ্যাশনে নকল প্রতিরোধে র‌্যালি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নকল প্রতিরোধে র‌্যালি
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫


চরফ্যাশনে নকল প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত

চরফ্যাশন(ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল প্রতিরোধে চরফ্যাশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা র‌্যালী ও মানবন্ধন করেছেন।
সোমবার সকাল ১০ টায় র‌্যালিটি বাজারের উল্লেযোগ্য সড়ক প্রদক্ষিণ করেছে। র‌্যালীতে চরফ্যাশন সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, করিমজান মহিলা কামিল মাদ্রাসা, ফাতেমা মতিন মহিলা কলেজ , সরকারি টিভি মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা নকল  মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্যে  মিছিলে অংশ গ্রহণ করেন।
শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্য, জাতি গঠনে মানব সম্পদ হিসেবে নকল প্রতিরোধ করতে হবে। নকল একটি সামাজিক ব্যাধি, নকল করে পাশ করা যায়, কিন্তু মেধা বিকাশ সম্ভব নয়। তাই আসন্ন দাখিল ও এসএসসি পরীক্ষায় নকল মুক্ত  পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সকলকে আহবান করা হয়। কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শনগণকে নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ কঠোর ভূমিকা রাখার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, আমাদের পক্ষ থেকে প্রশাসনিক ভাবে নকল মুক্ত পরীক্ষার নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একাধিকবার প্রস্ততি সভা করা হয়েছে। বিগত দিনের পাবলিক পরীক্ষার চেয়েও এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা ব্যতিক্রম ভাবে হবে।  তিনি পরীক্ষায় দায়িত্ব নিয়োজিত সকলকে কেন্দ্রে সচিব, হলসুপার ও কক্ষ পরিদর্শকগনকে  নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান করেন।

 

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:১০ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ