চরফ্যাশনে ছুটির শেষ দিনেও পর্যটকের ঢল!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ছুটির শেষ দিনেও পর্যটকের ঢল!
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫


চরফ্যাশনে ছুটির শেষ দিনেও পর্যটকের ঢল!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ঈদের ছুটির শেষ দিন শনিবারেও পর্যটক মুখরিত চরফ্যাশনে বিনোদন কেন্দ্র গুলোতে উপচে পড়া দর্শনার্থীদের ভীড়।
সূত্রে জানা যায়, অপরূপ নৈসর্গিক সৌন্দয্যের নগরী দক্ষিণ- পূর্ব এশিয়ার সুউচ্চ দৃষ্টিনন্দন চরফ্যাশন টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, মেঘনা নদীর পাড়ে মনোরম পরিবেশে সৃজিত প্রশান্তি পার্ক,ম্যানোগ্রোভ বনাঞ্চলে মিনি সুন্দরবন খ্যাত চর কুকরী মুকরীতে এবং লাল কাকড়ার দ্বীপ ঢালচরের তারুয়ায় মানুষের পদচাণায় মুখরিত।
এ সব পর্যটন কেন্দ্রে ঈদের দিন থেকে আজ  ছুটছে ছুটির শেষ দিন শনিবার বিনোদন প্রেমিদের ভীড় লক্ষণীয়। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রামে আসা মানুষেরা এসব দর্শনীয় স্থানে ঘুরছে। ফলে পর্যটকদের ঢল বিনোদন কে›ন্দ্রগুলোতে। এছাড়াও জেলার বিভিন্ন দূর্গম উপজেলা থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসুরা।পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে চরফ্যাশনে দক্ষিণ -পূর্ব এশিয়ার দৃষ্টি নন্দন সু- উচ্চ “চরফ্যাশন টাওয়ার” উপকূল জনপদে মৃত্তিকায় ১৮ তলা বিশিষ্ট নির্মাণশৈলীতে দৃষ্টি নন্দন ওয়াচ টাওয়ার দেখতে দীর্ঘ লাইন পর্যটকদের। বাংলাদেশের সবচেয়ে উঁচু এই টাওয়ার যে কেউ একবার পরিদর্শন করলে দ্বিতীয়বার দেখতে মন চাইবে।
উঁচু টাওয়ারের পাশেই সৌন্দর্যময় ফ্যাশন স্কয়ার। এরপাশেই রয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক।যার মধ্যে রয়েছে ইলেভেন- ডি ফানমুভি। বাংলাদেশে এই মুভ প্লেয়ার ১১তম।
ঈদ উপলক্ষে এসব স্থাপনা বর্ণিল লাইটিং এ সাজানো হয়েছে। রাতে অপরূপ সাজে সৌন্দর্য় এসব স্থাপনা।
বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসা সাবনুর বলেন, এখানে পাশে মেঘনা নদীর পাড়ে প্রশান্তি পার্কটি একটি সুন্দয্যের লিলাভূমি। অনেক সুন্দর স্থান। ভীড় রয়েছে চোখে পড়ার মত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, পৌর প্রশাসক হিসাবে পৌরসভা পর্যটক স্পট গুলোতে নিরাপত্তা দেয়ার জন্যে নৌ-কন্টিজেন্ট কমান্ড ও স্ব-স্ব ৪টি থানার ওসিদেরকে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে ঢাকা থেকে আসা বেতুয়া ও ঘোষের হাট লঞ্চ ঘাটে নিরাত্তা নিশ্চিত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্যে টহল জোরদার করা হয়েছে।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:২৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ