চরফ্যাশনে মাসুদ হত্যা মামলার ৯আসামি গ্রেফতার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মাসুদ হত্যা মামলার ৯আসামি গ্রেফতার
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫


চরফ্যাশনে মাসুদ হত্যা মামলার ৯আসামি গ্রেফতার

চরফ্যাশন(ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের আবুবক্করপুুর গ্রামের ব্যবসায়ী মাসুদ হত্যার ঘটনায় পুলিশ এজহার নমীয় প্রধান আসামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল আমীন(৪৫)সহ মোট  ৯জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।দলের শৃংখলা ভঙ্গের অপরাধে আল আমীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাসুদ হত্যার ঘটনায় তার সহদর ভাই মো.রায়হান বাদী হয়ে ২০জনকে সনাক্ত করে ও অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে দুলারহাট থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফোর্স নিয়ে মামলার মূলনায়ক আবুবক্করপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমীন(৪৫),তার সহদর ভাইরিয়াজ ভাগিনা  সুজন, সুমন,বোন আবুবক্করপুর ইউপি‘র সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার তাছলিমা বেগমহ মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সপর্দ করা হয়েছে। রিমান্ড চাওয়া হয়েছে।
দুলারহাট থানার ওসিআরিফ ইফতেখার বলেন, ব্যবসায়ী মাসুদ ঢাকায় থাকেন ছুটিতে এসে তার বাসাবাড়ীর কাজ ধরেছেন। আল আমীন চাঁদা দাবী করেন ৬০হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে গেছে। মাসুদকে মারধর করায় সে শুক্রবার মারা মারা যায়। লাশ পোস্ট মডেম করা হয়েছে। থানায় মামলা গ্রহণ করে ৯আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। রিমান্ড চাওয়া হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যহত  রয়েছে।
এদিকে সেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মো.কবির হোসেন সিকদারও সম্পাদক যৌথ স্বাক্ষরিত এক পত্রে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে শুক্রবার আবু বক্করপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৭ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ