আমতলীতে সড়ক দূর্ঘটনায় বিকাশ‘র এসআর নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সড়ক দূর্ঘটনায় বিকাশ‘র এসআর নিহত
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫


আমতলীতে সড়ক দূর্ঘটনায় বিকাশ‘র এসআর নিহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

কুয়াকাটা বেড়াতে এসে বিকাশ কোম্পানীর এসআর জাবেদ পাঠান (২৬) বাড়ী ফিরলো লাশ হয়ে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে কুয়াকাটা-আমতলী সড়কের ছুরিকাটা নামক স্থানে আনান ট্রাভেলস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে।
জানাগেছে, ফকিরপুর সদর উপজেলার ছয় বন্ধু ঈদ-উল ফিতরের পরে দিন গত মঙ্গলবার মোটর সাইকেলে কুয়াকাটা বেড়াতে আসেন। বেড়ানো শেষে তারা বৃহস্পতিবার সকালে বাড়ীতে ফিরছিল। ছয় বন্ধুর মধ্যে রাফি ও জাবেদ পাঠান একই মোটর সাইকেলে ছিল। কুয়াকাটা-আমতলী সড়কের ছুরিকাটা গাজী বাড়ীর মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক চাপাইনবাবগঞ্জ থেকে আসা কুয়াকাটাগামী আনান ট্রাভেলস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের চালক জাবেদ পাঠান ও তার বন্ধু রাফি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাদের সংঙ্কটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ কোম্পানীর এসআর জাবেদ পাঠান মৃত্যুবরণ করেছেন। অপর আহত বন্ধু রাফি অবস্থা সংঙ্কটজনক। এদিকে আমতলী থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। নিহত জাবেদ পাঠানের বাবার নাম খোকন পাঠান। তার গ্রামের বাড়ী ওই উপজেলার মাহমুদপুর গ্রামে।
নিহত জাবেদ পাঠানের বন্ধু সাকিল মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন, বন্ধু জাবেদ পাঠানকে বাঁচাতে পারলাম না। কি জবাব দেব ওর পরিবারকে? তিনি আরো বলেন, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাবেদ মারা গেছেন। জাবেদ বিকাশ কোম্পানীর এসআর হিসেবে ফরিদপুরে কর্মরত ছিল।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৮ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ