গৌরনদীতে বেশী দামে গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়িকে জরিমানা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বেশী দামে গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়িকে জরিমানা
রবিবার ● ৩০ মার্চ ২০২৫


গৌরনদীতে বেশী দামে গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়িকে জরিমানা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার অভিযোগ বাবুল সরদার নামে এক কসাইকে  (মাংস বিক্রেতাকে) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২টার দিকে  গৌরনদী পৌরসভার আশোকাঠী বাজারে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এ জরিমানা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রির জন্য মূল্য নির্ধারন করে দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। রোববার সকাল থেকে পৌরসভার আশোকাঠী বাজারের খানজাহান আলী মিট হাউসে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি করে আসছিল। নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার অভিযোগ পেয়ে তিনি (এসিল্যান্ড) রোববার দুপুরে ওই মাংসের দোকানে অভিযান চালায়। ঘটনা সত্যতা  পেয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে দোকানের মালিক বাবুল কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:০৪ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ