দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫


দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা যুবসংহতির নেতা ওলি উল্লাহ হাওলাদার (৩৫)ওরফে ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। গতবুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত ওলি উল্লাহ হাওলাদার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শাহআলম হাওলাদারের ছেলে এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের নিরাপত্তাকর্মী এবং উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্র জানায়, ধৃত আসামি ওলি উল্লাহর বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল আদালতে ৪৭৬/২৪ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও দুমকি থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা চলমান আছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, ধৃত আসামিকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪২ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ