চরফ্যাশনে একই ঘটনায় বাপ-বেটির ২টি মামলা!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে একই ঘটনায় বাপ-বেটির ২টি মামলা!
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫


চরফ্যাশনে একই ঘটনায় বাপ-বেটির ২টি মামলা!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নীলকমল ৩নং ওয়ার্ড চরনুরুল আমীন গ্রামের  একই ঘটনাকে কেন্দ্র করে বাপ-বেটির ভোলায় আদালতে পৃথক পৃথক দুটি মামলা করার অভিাযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভুক্তভোগী মোহাম্মদ আলী সাংবাদিকদের কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নীলকমলের চরনুরুল আমীন গ্রামের ৫শতক জমি ভোগদখলে রয়েছেন জমির মালিক মোহাম্মদ আলী। উক্ত জমি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠে। ৫ ফেব্রুয়ারী সামান্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের খালিলুর রহমান বাদী হয়ে ১২ ফ্রেরুয়ারী/২৫ তারিখে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট আদালতে ৮/২৫স্মারকে রুভেল, জুয়েল ও মোহাম্মদ আলীগংদের নামে মামলা দায়ের করেন। উক্ত মামলাটি আদালত এফআইআরের নির্দেশ প্রদান করেন। একই ঘটনায় খলিলুর রহমানের কন্যা ইয়াছনুর বেগম বাদী হয়ে ভোলা নারী ও শিশু ট্রাইবুলার আদালতে ৯১/২৫ একই আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি ভোলা ডিবিকে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্যে দেয়া হয়েছে।
স্থানীয় রুভেল বলেন, তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা দায়ের করে আমাদেরকে হয়রানী করা হচ্ছে। আমরা সঠিক বিচার দাবী করছি।
মো. জুয়েল জানান, চরনুরুল আমীন মৌজায় ৫শতক জমি যার খাতিয়ান নং ৩১৩৩। উক্ত জমির উপর আদালতের নিষেজ্ঞা রয়েছে ৫ ফ্রেরুয়ারী আদালতে কাগজ হাতে পেয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা সঠিক বিচার দাবী করছি।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৩ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ