নেছারাবাদে বিথী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বিথী হত্যার প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ২৪ মার্চ ২০২৫


নেছারাবাদে বিথী হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিথী আক্তার (১৭) নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে তার স্বামী। রবিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৮নং ওয়ার্ডের ছারছিনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বিথী আক্তার উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং ফাহিম হোসেন স্বরূপকাঠী পৌরসভার ছারছিনা গ্রামের সোহাগ হোসেনের ছেলে। এ ঘটনায় স্বামী ফাহিম হোসেন ও তার বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিথীর বাবা মিজানুর রহমান।
বিথী আক্তারের নির্মম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে নেছারাবাদ থানার সম্মুখে মানববন্ধন করেছে।
এলাকাবাসীরা জানান, বীথি আক্তার গত ছয় মাস আগে পরিবারের অমতে প্রেমের টানে স্বরূপকাঠী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছারছিনা গ্রামের মোঃ সোহাগ হোসেনের ছেলে ফাহিম হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার স্বামী ফাহিম হোসেন বেকার থাকায় দুই পরিবারের সাথে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। তারই ধারাবাহিকতা গতকাল তার স্বামী ও পরিবারের নির্যাতনে বিথী আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের বাবা মিজানুর রহমান বলেন, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে জোর পূর্বক উঠিয়ে নিয়ে নিয়ে গেছে আমাদের প্রতিবেশী ফাহিম হোসেন। ফাহিম  কোন কাজকর্ম করতো না বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ফাহিমের পরিবার। আমার মেয়েকে যৌতুক এর দাবিতে প্রায়ই মারধর করে। আমি গরীব বিধায় কোন টাকা দিতে পারতাম না। গতকাল আমার মেয়েকে মারধর করে এবং তারা বলেছে আপনার মেয়েকে নিয়ে যান। পরবর্তীতে রাত দশটার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। হাসপাতালে গিয়ে দেখি কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বিথী আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:১৪ ● ৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ