গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ২জনকে হাতুড়িপেটা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ২জনকে হাতুড়িপেটা
বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫


গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ২জনকে হাতুড়িপেটা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর পান হাট ও মাছ বাজারের ইজারার দরপত্র ক্রেতাদের সমঝোতার (গুছ) বৈঠকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের ২নেতাকর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ অভিযোগ উঠেছে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোকন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার রাতে বাটাজোর হাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মনির বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মামুন সরদারকে উদ্ধার করে স্থানীয়রা রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মনির বিশ্বাস অভিযোগ করে বলেন,  বাটাজোর পান হাট ও মাছ বাজারে ইজারার ১৩টি দরপত্র ফরম বাটাজোর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খরিদ করেন। উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার নির্দেশে সমঝোতার (গুছের) জন্য বুধবার রাতে বাটাজোর  হাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সিডিউল ফরম ক্রেতাদের ডাকা হয়। ওই সমঝোতা বৈঠকে খোকন ফকির ইউএনও অফিসে বৃহস্পতিবার হাটের ইজারার দরপত্র ফরম দাখিল করতে  নিষেধ করেন। এ নিয়ে  আমার সঙ্গে খোকন ফকিরের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে খোকন ফকির ও তার ৪/৫ সহযোগী সমঝোতা বৈঠকে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আমাকে (মনির) ও মামুন সরদারকে বেধড়ক পিটিয়ে আহত করে।  গুরুতর আহত অবস্থায় আমাকে ও মামুনকে উদ্ধার করে স্থাণীয়রা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির অভিযোগ অস্বীকার করে বলেন,   আমার সঙ্গে মামুনের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে।  এ সময় তাড়াহুড়া করে বের হতে গিয়ে দরজাার ওপর পড়ে  মামুন সামান্য আহত  হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন,  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এএসআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩০ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ