নেছারাবাদে পিতা-পুত্রকে মারধরের মামলায় গ্রেফতার-১

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পিতা-পুত্রকে মারধরের মামলায় গ্রেফতার-১
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫


নেছারাবাদে পিতা-পুত্রকে মারধরের মামলায় গ্রেফতার-১

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে চাঁদা না দেয়ায় পিতা-পুত্রকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগের মামলায় মনির ফেরদৌস নয়ন গাজী (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  উপজেলার মৈশানি গ্রামের ননি গোপাল সরকার (৭৬) বাদী হয়ে মামলা করে। বুধবার (১২ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামী একই গ্রামের মৃত মোঃ হাফিজুর রহমান গাজীর ছেলে আসামী মনির ফেরদৌস নয়ন গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, গত (৯ মার্চ) রবিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে চাঁদা না দেয়ায় ননী গোপাল সরকার(৬০) ও তার ছেলে শম্ভু সরকার (৪৪)কে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে নয়ন গাজী নামে। স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সংক্রান্তে অন-লাইন সাগরকন্যা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় নিউজ হওয়ার পরে নয়ন গাজীর বিরুদ্ধে মামলা হয় থানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে মনির ফেরদৌস নয়ন গাজীকে গ্রেফতার করে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন বলেন, এ ঘটনা সংক্রান্তে ননী গোপাল সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। আজ সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:০৭ ● ১৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ