গৌরনদীতে গাড়ির ধাক্কায় ভ্যান চালকসহ নিহত-২

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে গাড়ির ধাক্কায় ভ্যান চালকসহ নিহত-২
বুধবার ● ১২ মার্চ ২০২৫


গৌরনদী

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে  অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায়  ব্যাটারিচালিত ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন- ভ্যানযাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭), ভ্যান চালক কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে স্বপন খান (৬০)। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার উত্তর পালরদী এলাকার মদিনা বাসষ্ট্যান্ড নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও এক যাত্রী মহাসড়কের ওপর পড়ে থাকে। খবরপেয়ে তাৎক্ষনিক গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭), ভ্যান চালক স্বপন খান (৬০)কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘাতক অজ্ঞাতনামা গাড়িকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৮ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ