ধর্ষকের বিচারের দাবীতে নেছারাবাদে প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » ধর্ষকের বিচারের দাবীতে নেছারাবাদে প্রতিবাদ সমাবেশ
সোমবার ● ১০ মার্চ ২০২৫


ধর্ষকের বিচারের দাবীতে নেছারাবাদে প্রতিবাদ সমাবেশ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, এই স্লোগানকে সামনে রেখে নেছারাবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সাধারণ জনগনের ব্যানারে উপজেলা চত্তর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানার গেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলে “তুমি কে আমি কে, আসিয়া আসিয়া” “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে” একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর” বলে শ্লোগান দেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অরনি খেলাঘর আসরের সভাপতি ও অবসর প্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কবি সাহিত্যিক মো. রাসেল মাহমুদ,  নেছারাবাদ উপজেলা ছাত্র প্রতিনিধি মো. হারিসুল ইসলাম, সাধারন শিক্ষার্থী মোসা. সাবরিনা আমিন প্রমুখ। এসময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড দাবী করেন। প্রসংগত মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়াসহ দেশব্যাপী চলমান নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন নেছারাবাদ উপজেলার সর্বস্থরের সাধারন জনগণ।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ