কাউখালীতে যুবলীগ ক্যাডার গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » কাউখালীতে যুবলীগ ক্যাডার গ্রেফতার
সোমবার ● ১০ মার্চ ২০২৫


কাউখালীতে যুবলীগ ক্যাডার গ্রেফতারiকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলার আসামি যুবলীগের ক্যাডার সরোয়ার হোসেন আকন(৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯মার্চ) রাতে উপজেলার শিয়ালকাঠী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করে। গ্রেপ্তার সরোয়ার হোসেন আকন শিয়ালকাঠী গ্রামের মৃত আশ্রাব আলী আকনের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।
এলাকাবাসী জানান, সরোয়ার আকন আওয়ামীগ সরকারের আমলে শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাতেন। এছাড়াও তার নির্দেশেই চলতো চাঁদাবাজি ও জমি দখল। আওয়ামীলীগ সরকার আমলে তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতেন না। ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৬ডিসেম্বর চৌরাস্তা এলাকায় বিএনপি সমার্থিত জনৈক ব্যাক্তির নির্মাণাধীন মনোয়ারা ট্রেড সেন্টারে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়। ৫আগস্ট পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ গ্রেফতার করে। সে জামিনে বের হয়ে আবার এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে ঘটালে গত ১৩ জানুয়ারী তার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের হলে পুলিশ ৯মার্চ তাকে গ্রেফতার করে। এই মামলার বাদী অভিযোগ করে বলেন, সরোয়ারের সহযোগী কামাল আকনকে গ্রেফতার করতে পারেনি সাত মাসেও । কাউখালীর এই যুবলীগ ক্যাডার সরোয়ার আকন কাউখালী উপজেলা বিএনপি কার্যালয় ও পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও  ভাংচুরের অভিযোগে মামলার এজাহার ভুক্ত আসামী।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:৩৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ