গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রথম পাতা » গণমাধ্যম » গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহফিল
রবিবার ● ৯ মার্চ ২০২৫


গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহফিল

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ কিন্তু কোন ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানষিক রোগের নাম। সেই রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সেই রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে।
শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সকলের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে কিন্তু সবাই মিলে এক সাথে পথ চলা যায়না। কোন ভিন্নমত, কোন ভিন্ন চিন্তা মানেই যে একটা শত্রুতা, এটা কিন্তু গণতান্ত্রিক মূল্যেবোধ হবেনা। প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, আমেরিকার বেষ্টন বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম সহ অন্যান্যরা। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন।
অপর দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে পশ্চিম চরদিয়াশুর বাইতুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এ সময় তিনি বলেন, দুর্দীনে দল ও নেতাকর্মীদের পাশে ছিলাম, জীবনে যতোদিন বেঁচে আছি সকলের পাশে থেকে কাজ করতে চাই।
তৃণমূল পর্যায়ের বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার পূর্ব দোয়া-মিলাদ ও আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারসহ বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৫ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ