চরফ্যাশনে তরমুজ চাষে ৩গুণ লাভ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে তরমুজ চাষে ৩গুণ লাভ
শনিবার ● ৮ মার্চ ২০২৫


চরফ্যাশনে তরমুজ চাষে ৩গুণ লাভ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

এক লাখ টাকা খরচ করে ৬৫দিনের মাথায় ৪লাখ টাকার তরমুজ বিক্রি করতে পেরে ভোলার চরফ্যাশন উপজেলার কয়েকজন কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকমাঠ দিবস অনুষ্ঠানে পুরুস্কার দেয়া হয় ওই সকল সফল কৃষকদেরকে।
রমজানের শুরুতে রসালো এ ফল বাজার এবং খেতে বসে পাইকারদের কাছে বেশি দামে বিক্রি করতে পেরে নুরাবাদের কৃষক নুরমোহাম্মদ, আহম্মদপুর গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, আমাদের ৬৫দিনে তরমুজ পেকেছে। তরমুজের সাইজ ১৪/১৫ কেজি এবং রং কালারে বাজার কিংবা অনুযায়ী লক্ষাধিক টাকা খরচ করে প্রায় সাড়ে ৪লাখ টাকার তরমুজ বিক্রি করেছি। আমরা এবার লাভবান হয়েছি। আগামীতে আরো ৩গুণ জমিতে তরমুজ চাষ করব।
এছাড়াও আহাম্মদপুর ইউনিয়নের তরমুজ চাষী আলাউদ্দিন বলেন, আমি সাড়ে ৪ একর জমিতে এবছর তরমুজ চাষ করেছি। ৩ থেকে সাড়ে ৩লাখ টাকা খরচ হয়েছে। আবহাওয়া
অনুকূলে থাকলে আশা করি ১০/১১লাখ টাকা বিক্রি নামবে। গ্রেড ওয়ান, আনন্দ, থাইসহ বিভিন্ন জাতের খেতভরা তরমুজের বাম্পার ফলন হয়েছে এবছর।
নুরাবাদের কৃষক সালাম বলে, প্রায় ৩লাখ টাকা ব্যয় করে তরমুজ চাষ করেছি। বিক্রি নামবে ৮/৯লাখ টাকা। ফলনের সাইজ ১৫/১৬ কেজি। ক্রেতা রহিম বলেন, শুরুতে ন্যায্য দামে তরমুজ ক্রয় করতে পেরেছি। আশাকরি এরপর আর কমদামে কিনতে পারব। রং কালার সাইজে বাজারে এই তরমুজের চাহিদা বেশি। হাইব্রিড জাতের তরমুজ চাষীদের মাঠ দিবসের মাধ্যমে পুরুস্কৃত করা হয়।
নুরাবাদ উপসহকারী কৃষিকর্মকর্তা কামরুজ্জামান শিপন বলেন, সুপার ও গ্রেড ওয়ানসহ বিভিন্ন হাইব্রিড জাতের বীজ বপন করে অল্প সময়ের মধ্যে তরমুজ গ্রেড হয়েছে। যার ফলে তারা ভাল দাম পেতে শুরু করেছে।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, ভোলা জেলার মধ্যে তরমুজ চাষের জন্য উপযোগি জায়গা হলো চরফ্যাশনের চরাঞ্চল গুলোতে। এই উপজেলার লক্ষমাত্রা ছিল ১০হাজার ৪০ হেক্টর। তা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর ১০হাজার ৭৮০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উপসহকারীদের সার্বিক তদারকিতে বাম্পার ফলন হয়েছে।

 

 

এএইচ/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৯ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ