গৌরনদীতে রমজানে খাবার দোকানে পর্দা না টাঙ্গানোর নির্দেশনা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে রমজানে খাবার দোকানে পর্দা না টাঙ্গানোর নির্দেশনা
সোমবার ● ৩ মার্চ ২০২৫


গৌরনদীতে রমজানে খাবার দোকানে পর্দা না টাঙ্গানোর নির্দেশনা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বন্দরে মাহে রমজানে খাবার হোটেল, মিষ্টির দোকান ও চা’য়ের দোকান গুলোতে পর্দা না টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দিয়েছেন ব্যবসায়ী সমিতি।  এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে, শরিকল বন্দরে ১১টি খাবার হোটেল, ৬টি মিষ্টির দোকান ও ২৫টি চা”য়ের দোকান রয়েছে। শরিকল মিষ্টান্ন ভান্ডারের মালিক তারক চœদ্র দাস  বলেন, বন্দর ব্যবসায়ী সমিতির নির্দেশনায় আমি দোকানে পর্দা না টানিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এতে আগের চোয়ে বিক্রি কম হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের খাবার হোটেলের এক মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান শুরু থেকে পর্দা না টানিয়ে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায়  মুসলমানরা দোকানে ঢুকছে না।  অন্য ধর্মের লোকজন ছাড়া কোন মুসলমান লোকজন লজ্জায় দোকানে খাবার খেতে ঢুকছে না। তাই খাবার বিক্রি খুবই কম হচ্ছে। এভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালালে  ঈদুল ফিতরে দোকান কর্মচারীদের বেতন দিতে পারব না।
শরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হেদায়েত হোসেন মৃধা ও সাধারন সম্পাদক লিমন হাওলাদার বলেন, রমজান উপলক্ষে গত ২৮ফেব্রুয়ারি রাতে  বন্দরের খাবার হোটেল, মিষ্টি ও চা’য়ের দোকানসহ ৪০টি খাবারের দোকান মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে মাহে রমজানে খাবারের দোকানগুলোতে পর্দা না টানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দোকানে পর্দা না থাকলে অণ্য ধর্মের লোকজন ছাড়া কোন মুসলমান লজ্জায়  দোকানে ঢুকে খাবার খাবে না।  বন্দরের দোকানে এসে খাবার খেতে না পারলে মুসলমানরা রোজা রাখবে। রোজাদারের সংখ্যা বৃদ্ধির জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১০রমজান আবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:৪১ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ