কাউখালীতে ভ্রাম্যমান ভূমি সেবায় ব্যাপক সাড়া

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ভ্রাম্যমান ভূমি সেবায় ব্যাপক সাড়া
শনিবার ● ১ মার্চ ২০২৫


কাউখালীতে ভ্রাম্যমান ভূমি সেবায় ব্যাপক সাড়াকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সাড়া জাগিয়েছে এসিল্যান্ডের উদ্যোগে ভূমি মালিকদের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রম। সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ ব্যতিক্রমী ভূমি সেবা ভোগীদের দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার সকালে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামে“ আমার ভূমি আমার অধিকার” এ স্লোগান কে সামনে রেখে এ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ।
কেউন্দিয়া উচ্চ বিদ্যালয়ে পুরো অফিস নিয়ে হাজির হয়েছেন এই এসিল্যান্ড। ব্যতিক্রমী উদ্যোগের ফলে অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় এবং দাখিলা রশিদ প্রদান করা হয়। অনলাইনে আবেদন ও গ্রহণ, ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা তাৎক্ষণিক ভাবে সমাধান বা পরামর্শ দেয়া সম্ভব হচ্ছে।
কাঙ্খিত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্খিত সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই বেঁচে গেছে।

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:০২ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ