নাজিরপুরে রাস্তা সংস্কার দাবিতে জামায়াতের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে রাস্তা সংস্কার দাবিতে জামায়াতের মানববন্ধন
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫


নাজিরপুরে রাস্তা সংস্কার দাবিতে জামায়াতের মানববন্ধন

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  রাস্তাঘাট সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ. ম রেজাউল করিম এবং পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইয়েরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর থেকে বৈঠাকাটা এবং নাজিরপুর-খেজুরতলা বাজার পর্যন্ত এ রাস্তার কাজ না করেই প্রায় দেড় শত কোটি টাকা আত্মসাৎ করেছে। ওই সব অর্থলুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবী জানান, এবং জনদূর্ভোগ লাঘবের জন্য প্রধান উপদেষ্টার কাছে নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দীন, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আনিসুর রহমান মল্লিক. শেখ মাটিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রহমান, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড.আবু সাঈদ মোল্লা, উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশন সভাপতি মো: মাহাফুজ, শ্রীরমকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু হানিফ, সেক্রেটারী মো: সাকিব হোসেন প্রমূখ।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:৩৫ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ