নেছারাবাদে অগ্নিকান্ডে ৪বসতঘর ভস্মীভুত

প্রথম পাতা » বরিশাল » নেছারাবাদে অগ্নিকান্ডে ৪বসতঘর ভস্মীভুত
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে অগ্নিকান্ডে ৪বসতঘর ভস্মীভুত

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি বসত ঘর সম্পূর্ন ভস্মীভুত হয়েছে। এসময় হারুনের বসত ঘর আংশিক পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে দশ ঘটিকার দিকে স্বরূপকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডের দলু হাজী বাড়ীতে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সুলতান গোমস্তার বসত ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারনা করছেন। আগুনে চারজনের সবত ঘর পুড়ে অনুমান ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়।
তথ্য নিয়ে জানা যায়, সুলতান গোমস্থার ছেলে সজলের রান্না ঘরে হাঠাৎ আগুন জ¦লে ওঠে। কোন কিছু বোঝার আগেই আগুন ঘরের চার পাশে ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের কর্মীরাও অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সজলের বসত ঘরসহ শামিম, হালিমা ও হাসানের বসতঘর মালামাল সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়। এসময় হারুনের বসত ঘর আংশিক পুড়ে গেছে।

প্রতিবেশি মো. রফিকুল ইসলাম জানান, হঠাৎ করে বিকট শব্দ ও ডাক চিৎকার শুনে ঘঁনাস্থলে ছুটে গিয়ে দেখি সজলের রান্না ঘরে আগুন জ¦লতেছে। ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। এলাকাবাসীর সাথে আমিও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। ইতোমধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সুলতান গোমস্তার বসতঘর সহ চারটি ঘর সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়। এসময়ন হারুনের বসতঘর আংশিক পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২০ লক্ষাধিক টাকা।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আমরা ১০ টা ৪০ মিনিটে ফোন পেয়ে সাথে সাথে ঘনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ করি। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। নেছারাবাদ সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজে সহায়তা করেন। নেছারাবাদ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. রায়হান মাহমুদ ও থানার ওসি মো. বনি আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দিয়েছেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৭:৩১ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ