জামায়েতে ইসলামী রাজাকার নয়, আওয়ামী লীগ হলো রাজাকার-শামীম সাঈদী

প্রথম পাতা » পিরোজপুর » জামায়েতে ইসলামী রাজাকার নয়, আওয়ামী লীগ হলো রাজাকার-শামীম সাঈদী
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫


জামায়েতে ইসলামী রাজাকার নয়, আওয়ামী লীগ হলো রাজাকার-শামীম সাঈদী

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবাই তাকে কুরআনার পাখি হিসেবে চিনেন ও জানেন। জামায়েতে ইসলামী রাজাকার নয়, আওয়ামী লীগ হলো রাজাকার। কুরআন অনুসরণ ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়, ইসলামী বিধি বিধান মেনে চলার মাধ্যেই পরকালের মুক্তির পথ প্রশন্ত হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি কুরআনের দাওয়াত দিয়েছেন, তার কথা তার তাফসীর ও তার কন্ঠ শুনে হাজার-হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা জীবন কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আর যারা ক্ষমতায় থেকে সন্ত্রাস করেছেন, লুটতরাজ করেছেন, শাসন করেছেন, লগিবৈঠা দিয়ে পিটিয়ে নিরীহ মানুষ মেরেছেন তারাই হচ্ছেন মানবতাবিরোধী। দেলোয়ার হোসেন সাঈদী কখনোই মানবতা বিরোধী ছিলেন না। আমরা কখনোই মৌলবাদী নয়, আমরা হচ্ছি মূলবাদী, সত্যের পক্ষে কথা বলি তাই আমরা কখনোই মৌলবাদী হতে পারি না। যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেন তারা হচ্ছেন মূলবাদী। আর যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারা হচ্ছে মৌলবাদী। আল্লামা সাঈদীর কুরআনের দাওয়াত দেবার অপরাধে বাম রাম লোকেরা সহ্য করতে না পেরে তাকে মানবতাবিরোধীর দায়ে অন্যায় ভাবে জেলে বন্দি করে রেখেছেন। বিগত সরকারের সকল জুলুম নির্যাতন ও দেশ-বিরোধী অপকর্মের শাস্তির দাবি জানিয়ে বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ।
নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক, আশুলিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন ও ঢাকা মদিনাতুল উলুম ইনিস্টিটিউট কামিল মাদ্রাসার প্রভাষক এ, কে, এম মোশাররফ হুসাইন প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৯ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ