তালতলীতে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


---

তালতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার জনগনের টাকা আত্মসাৎ ও ভূমি দস্যুতা ধামাচাপা দেয়ার জন্য আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভুল সংবাদ পরিবেশন করেছে। শনিবার উপজেলা চেয়ারম্যান (মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রাপ্ত) মনিরুজ্জামান মিন্টু তার শহরস্থ বৈঠকখানায় এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেন, তালতলীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের আমন্ত্রনে ১৩মার্চ সেখানে গিয়েছিলাম। ওখানে ক্ষতিগ্রস্থ জেলেদের পক্ষে কথা বলায় আমার প্রতিপক্ষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার তার বাহিনীসহ গিয়ে অযথা তর্ক বাঁধায়। সেখানে পিস্তলটি উচিয়ে কোন ধাওয়া করা হয়নি এবং কেউ পিস্তল উচিয়ে ধাওয়ার করার কোন ছবি দেখাতে পারবেনা। পরে সাংবাদিকদের কাছে পিস্তল নিয়ে ধাওয়া করার মিথ্যা সংবাদ দেয়। ঐ সংবাদটি কয়েকটি প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। নিজেকে সমাজের কাছে বড় হওয়ার মানষে ও রাজনৈতিক যোগ্যতার অভাবে কারোরই এভাবে প্রতিহিংসার রাজনীতি করা উচিত নয়। সংবাদ সম্মেলনে তালতলী প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৩ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ