কাউখালীতে রাখাল রাহা-এসপি আলেপের সর্বোচ্চ শাস্তির দাবি

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে রাখাল রাহা-এসপি আলেপের সর্বোচ্চ শাস্তির দাবি
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে রাখাল রাহা-এসপি আলেপের শাস্তির দাবিকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা, হাসান গালিব, ইমরান বিন বশিরকে অবিলম্বে গ্রেপ্তার এবং র‌্যাব কর্মকর্তা আলেপের মৃত্যুদন্ডের দাবিতে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় তাওহিদী ছাত্রজনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা ইমাম হোসেন. হাফেজ মোঃ সাইমুন ইসলাম, মুফতি আবদুল্লাহ, নেজাম উল্লাহ নিজামী, মাওলানা আবু জাফর, মাওলানা ইমরান হোসাইন প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে মহান আল্লাহ ও আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ