বিএনপি নেতা সাহাজুলের নামে অপপ্রচার ফুলবাড়ীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বিএনপি নেতা সাহাজুলের নামে অপপ্রচার ফুলবাড়ীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর বাজার থেকে ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরে বের করা হয়। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌর বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম মমতাজ, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরতুজা হক শাহ অষ্টিন, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর বিএনপি’র বাবলী আরা, মাসুমা পারভিন প্রমুখ।
বক্তারা বলেন, ফসিষ্ট আওয়ামী লীগের দোসর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া ষড়যন্ত্র করে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি নেতা শাহাদত আলী সাহাজুলকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। গোলাম কিবরিয়ার ফুলবাড়ী থানার বিষ্ফোরক আইনের মামলার এজাহারভূক্ত আসামী হওয়ার পরও সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অবিলম্বে ষড়যন্ত্রকারি গোলাম কিবরিয়াসহ অপপ্রচারে জড়িত হলুদ সাংবাদিককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এদের গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সহ¯্রাধিক বিভিন্ন স্তরের বিএনপি’র নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৬ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ