মঠবাড়িয়ায় হাজিরা খাতা ছিঁড়ে ফেললেন প্রধান শিক্ষক!

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় হাজিরা খাতা ছিঁড়ে ফেললেন প্রধান শিক্ষক!
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫


মঠবাড়িয়ায় হাজিরা খাতা ছিঁড়ে ফেললেন প্রধান শিক্ষক!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকে রাতের আঁধারে হাজিরা খাতায় স্বাক্ষর করে খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কে এম মশিউর রহমান নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সবুজ খান সাগর নামে স্থানীয় এক যুবক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কে এম মশিউর রহমান মঠবাড়িয়ার ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানাগেছে, ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে বিদ্যালয় গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। বিষয়টি বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করলে প্রধান শিক্ষক মশিউর রহমান ২৩ ফেব্রুয়ারি হাজিরা খাতার ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এসময় তিনি সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এব্যাপারে প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান বিদ্যালয়ের হাজিরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে।

এবিষয়ে ওই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েত গাজী জানান, উপজেলার ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মশিউর রহমানের বিরুদ্ধে হাজিরা খাতার পৃষ্ঠা ছিড়ে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ