নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ভয়াবহ এক অগ্নিকান্ডে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার এলাকার বরফকল সংলগ্ন দোকান থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন প্রকৃত কারণ জানাযায়নি। খবর পেয়ে নেছারাবাদ, পার্শ্ববর্তী বানারিপাড়া এবং কাউখালির থানার ফায়ার সার্ভিসের মোট পাচটি ইউনিট চার ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকান্ডে প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে বাজারে বরফকল ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস, কাউখালী এবং বানারীপাড়া ফায়ার স্টেশন থেকে কর্মীরা সার্ভিসের কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এবং ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহতায় আগুন নিভানোর কাজ করেন। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় বাজারের প্রায় ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
বন্দরের ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, নেছারাবাদের পশ্চিম পাড়ে যোগাযোগের মাধ্যমে হলো ফেরি, কিন্তু প্রতি বছর আগুনে পশ্চিম পাড়ের বিসিক শিল্প এলাকা, মিয়ারহাট, ইন্দেরহাট এবং আশ পাশের এলাকায় আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। অচিরেই নেছারাবাদের পশ্চিম পাড়ে একটি সাব-ফায়ার সার্ভিস চালু করার দাবী জানান।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইন শৃংখলার যাতে অবনতি না ঘটে সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রনে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, আগুনের সূত্র এখনো কিছু বলা যাচ্ছেনা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, সকাল দশটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমান সংগ্রহ করা হচ্ছে।

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৪০:০২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ