ফুলবাড়ীতে মন্দিরের সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে মন্দিরের সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে মন্দিরের সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দেবত্তোর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা।
ফুলবাড়ী উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শ্রী জয় প্রকাশ গুপ্ত। এতে বক্তব্য রাখেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত ০২/০৮/১৯৩৪ ইং তারিখে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে প্রাপ্ত মোট ২.৩৬ (দুই দশমিক ছত্রিশ) একর জমি যার দলিল নং-২২২৯ মূলে মন্দিরের পক্ষ থেকে চাষাবাদ করার মাধ্যমে ভোগদখল করে আসছে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে ফ্যাসিস্ট হাসিনার পতনের কিছুদিন পরেই  আকস্মিকভাবে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভূমিদস্যু আমিনুল ইসলাম তার ভাড়াটিয়া অন্তত ২০০জন লাঠিয়াল বাহিনী বিভিন্ন লাঠিসোটা নিয়ে মন্দিরের উল্লেখিত অবাাদি জমি জবরখদল করে নিয়েছে। বিষয়টি জানার পর মন্দিরের পক্ষে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ অন্যান্য হিন্দু সম্প্রাদায়ের লোকজন জমিতে গেলে তাদের উপর চড়ায় হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে লাঠির জোরে মন্দিরের জমি এলাকা থেকে জোরপূর্বক মন্দিরের লোকজনকে বিতাড়িত করে ভূমিদস্যু আমিনুল ইসলাম ও তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী।
বক্তারা আরো বলেন, ভূমিদস্যু আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে মন্দিরের ঐ জমিটি গ্রাস করার জন্য জাল দলির তৈরি মাধ্যমে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমিনুল ইসলামের সাথে ০৪/০১/২০১৯ ইং তারিখে মহামান্য হাইকোর্টে একটি মামলা বিচারাধিন রয়েছে। যার মামলা নং-৮৩/১৯ পিজে।
এদিকে বর্তমানে ভূমিদস্যু আমিনুল ইসলাম লাঠির জোরে ওই জমি জবর খদলে নিয়েছে। তার ভয়ে মন্দিরের লোকজন মন্দিরের ওই জমিতে যেতে পারছেন না। বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানারসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের লিখিত আবেদন নিবেদন করেও কোন সুরাহা বা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে মন্দিরের জমি রক্ষাসহ ভূমিদস্যুর হাত থেকে জবরদখল হওয়া সম্পত্তি মুক্ত করার দাবি নিয়ে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। এরপরও বিষয়টি কোনো সুরাহা না হলে আাগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দেবত্তোর সম্পত্তি ভূমিদস্যুর হাত থেকে জবরদখল মুক্ত করার দাবিতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার নান শ্রেণি ও পেশার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা অংশ নেন।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৫:০৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ