দুমকিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার!
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫


দুমকিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥



পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্টের অভিযানে আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম খানকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। তার পিতার নাম মোঃ ইউসুফ আলী খান। আটককৃত জাহিদুল ইসলামকে দুমকি উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেফতার করে আজ সোমবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান আছে।

এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৫ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ