নেছারাবাদে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্থরের জনগনের ব্যানারে ধলহার  পঞ্চগ্রাম সম্মীলনি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অংশ নেয়। মনাববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মনিকা মিস্ত্রী বলেন, আমার ছেলে ধলহার পঞ্চগ্রাম সম্মীলনি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। স্থাণীয় তপন মিস্ত্রীর ছেলে তন্ময়য়ের সাথে পূর্ব থেকেই বিরোধছিল যা স্থানীয় ভাবে মিমাংসা হয়। গত ৯ ফেব্রুয়ারি তন্ময় মিস্ত্রী বাড়ীর পাশে বাগানে আমড়া গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে বিষয়টি স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ মিমাংসার চেষ্টা করে। কিন্তু আমাদের অহেতুক হয়রানী করার জন্য আমাদের দোষারোপ করে আমার নাবালক ছেলে, স্বামীর নামে মিথ্যা হয়রানী মূলক মামলা করেন। আমি ওই হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও সুষ্ঠ বিচার দাবী করি।
এসময় স্থাণীয় ভবরঞ্জন হালদার জানান, ঘটনার বিষয়ে মামলা বাদী বিবেক মিস্ত্রী ছুরি নিয়ে আমার বাড়ীতে যায় এবং হত্যা করার ভয় দেখায়। স্থাণীয় দিপক মিস্ত্রী বলেন, তন্ময় মিস্ত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে আমরা স্থাণীয় ভাবে মিমাংসার চেষ্টা করি কিন্তু তারা স্থানীয় সিদ্ধান্তকে অমান্য করে একটি হয়রানী মূলক মামলা করেছে আমি এ মামলা প্রত্যাহারের দাবী জানাই।
এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের বাদী করেন।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:০৩ ● ২৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ