গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫


গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর জন্মভূমি বরিশালের গৌরনদীতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দিবসের শুভ সূচনা করা হয়। প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, গৌরনদী থানা ও হাইওয়ে থানা, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, উপজেলা ও পৌর বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদদের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কসবা এলাকায় কাজী গোলাম মাহবুবের নিজ বাড়িতে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, ওসি ইউনুস মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান, কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, ভাষা সৈনিকের মেয়ে কাজী মহুয়া মাহবুব, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
একইদিন বেলা এগারটায় বিনএপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সংসদ এম. জহিরউদ্দিন স্বপন দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার কবর জিয়ারত করেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:০৩ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ