গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫


গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী সাকুরা পরিবহনের  একটি যাত্রীবাহী  বাসের চাপায় বরিশালগামী মোটর সাইকেলের চালক মো. তুহিন সরকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত তুহিন চাঁদপুর জেলার মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলীর সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার  উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি পথিমধ্যে  সকাল ৯টার দিকে বেপরোয়াগতিতে কটকস্থল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মো. তুহিন সরকার ঘটনাস্থলেই নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তুহিন সরকারের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৭ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ