বড়ইভিটা গোবিন্দ মন্দিরে মহানাম সংকীর্তন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বড়ইভিটা গোবিন্দ মন্দিরে মহানাম সংকীর্তন
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫


বড়ইভিটা গোবিন্দ মন্দিরে মহানাম সংকীর্তন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

দেশ জাতি বিশ্বজননী সকল জীবের শান্তি কামনায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বরইভিটা গ্রামে তিনদিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। বরইভিটা বালাবাড়ি সার্বজনী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

গত ১৬ ফেব্রুয়ারী রব অরুণোদয় হতে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী বুধবার  ব্রহ্ম মুহূর্তে তিনদিন ব্যাপী এ মহানাম সংকীর্তন শেষ হবে।

এ  মহানাম সংকীর্তন পরিবেশনায় ছিলেন গোপালগঞ্জের মনোহর পাগল সম্প্রদায়, গোপালগঞ্জের শিবানী সম্প্রদায় ও নড়াইলের দেব নারায়ণ সম্প্রদায়।
বরইভিটা বালাবাড়ি সার্বজনী গোবিন্দ মন্দিরের সভাপতি অমর কৃষ্ণ বালা  বলেন, কলিযুগে  সনাতন ধর্মাবলম্বীদের উদ্ধার তথা সর্গ লাভের  জন্য একমাত্র মন্ত্র মাহানাম সংকীর্তন । যথাযথ ধর্মীয় মর্যদায় পূন্য লাভের আশায় আমারা প্রতি বছর আমাদের মন্দির কমিটি ও গ্রামবাসীর সহযোগিতায় এ মহানাম সংকীর্তন গানের আয়োজন করে আসছি। ভবিষ্যতে এ গানের আয়োজন অব্যাহত থাকবে। আমাদের এই তিন দিন মহানাম সংকীর্তনে প্রায় ৫ হাজারের অধিক আগত ভক্তবৃন্দের মহাপ্রাসাদের আয়োজন করা হয়েছে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৪৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ