আমতলীতে ৫কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৫কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে ৫কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে পাঁচ কেজি একশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আমিরুল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের মোস্তাফা মাদবরের ছেলে আমিরুল মাদবর দীর্ঘদিন ধরে এলাকার মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ঘর তল্লাশী  করে পাঁচ কেজি এক’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইমরাম হোসেন বলেন, পাঁচ কেজি এক’শ গ্রাম গাঁজাসহ এক মাদক বিত্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:১৫ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ