ছাতকে ছাত্রের মাথা ফাটালেন প্রধান শিক্ষক!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে ছাত্রের মাথা ফাটালেন প্রধান শিক্ষক!
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫


ছাতকে ছাত্রের মাথা ফাটালেন প্রধান শিক্ষক!

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজলায় কমন রোমে ডেকে নিয়ে মেরে এক ছাত্রকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শরীফ আহমদের বিরুদ্ধে। স্কুলে শিক্ষার্থীদের নির্যাতনে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মধ্যে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহতের পিতা।

আহত মো. সামিউল ইসলাম মারুফ ওই স্কুলের এস এস সি ২৫ ব্যাচের মানবিক বিভাগের একজন ছাত্র এবং পৌর শহরের লেবারপাড়া গ্রামের আরশ আলী ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মো. সামিউল ইসলাম মারুফ। এস এস সি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃক বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি কোচিং ক্লাসের বাহিরে থাকার অপরাধে স্কুলের প্রধান শিক্ষক শরীফ আহমদ কোচিং ছুটির পর তাকে কমন রোমে ডেকে নিয়ে বেধরক মারধর করেন। মারতে মারতে একপর্যায়ে কদম গাছের ডাল নিয়ে তাকে এলোপাতারি মারতে থাকেন। কদম গাছের ডাল দিয়ে ছাত্রের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তার মাথা দিয়ে রক্ত ঝড়তে থাকে। পরে দ্রুত তাকে ছাতক মেডিকেল হাসপাতালে নিয়ে যান এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে আনেন। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এব্যাপারে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহমদ, মারধরের অভিযোগ স্বীকার করে বলেন, আমি তাকে লাটি দিয়ে ২টি বারি দিলে সে নাচানাচি শুরু করে। পরে তার মাথায় রক্ত দেখে সহকারী শিক্ষকের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়। এটা আমার ভূল হয়েছে।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:১৫ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ