স্বরূপকাঠিতে পৌর বিএনপি’র নৈশভোজ

প্রথম পাতা » পিরোজপুর » স্বরূপকাঠিতে পৌর বিএনপি’র নৈশভোজ
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫


স্বরূপকাঠিতে পৌর বিএনপি’র নৈশভোজ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওয়ার্ডের জগৎপট্টি লোড পয়েন্ট এলাকায় নৈশভোজ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি আ. সত্তার হাওলাদারের সভাপতিত্বে নৈশভোজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরূপকাঠি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান, ছাত্র সংগঠক মোঃ সাব্বির মাহমুদ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রিপন চৌধুরী, স্বরূপকাঠি উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান রিপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । বিএনপি’র কাঁধে ভর করে যারা টিকে আছে, আজ তারা ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এছাড়াও নৈশভোজ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৭ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ