কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ) কাউখালী প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী সরকারী বালক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে কাউখালী কলেজ পাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপার ডেভিলস একাদশ।

টসে জিতে আগে ব্যাটিং করা কলেজ পাড়া একাদশ  ১৭ ওভারে অলআউট হয় ১৭০ রানে। সুপার ডেভিলস  সেই রান তাড়া করে ফেলে ৫ উইকেট ও ২২ বল হাতে রেখেই।খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো:নাজিমুল হক।

উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,সিনিয়র সহকারী পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল)সাবিহা মেহেবুবা,উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: সোলায়মান,নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন প্রমুখ।
টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুপার ডেভিলস এর সোভন মীর।খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক এবং স্বপন বিশ্বাস।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকেই দর্শকদের ছিল বিপুল আগ্রহ। তার প্রমান মেলে ফাইনালেও। ক্রিকেটে ম্যাচ শুরুর আগে থেকেই ভীড় জমাতে শুরু করেন দর্শকরা। দুপুরে শুরু হওয়া ম্যাচে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:০৩ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ