নেছারাবাদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » নেছারাবাদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন তারাবুনিয়া খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই খালে লাশটি ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহতের পরনে কালো জিন্সের প্যান্ট, গায়ে ব্লু রংয়ের টি শার্ট ও জ্যাকেট ছিল, বয়স আনুমানিক ২৮ বছর। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৯:২১ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ