নেছারাবাদে জামিনে এসে বাদির পানের বরজে আগুন!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জামিনে এসে বাদির পানের বরজে আগুন!
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে জমি-জমার বিরোধে মারধরের মামলায় জামিনে মুক্তি পেয়ে বাদির পানের বরজে আগুন দেয়ার অভিযোগ পাওয়া পাওয়া গেছে। উপজেলার আটঘর-কুড়িয়ানা উনিয়নের বাস্তকাঠী গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় হাবিল মোল্লা নামে একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মামলা সূত্রে জানা যায়, বাস্তকাঠী গ্রামের হাবিল মোল্লা ও ফারুকদের সাথে পূর্ব থেকে জায়গা-জমি নিয়া মামলা মোকদ্ধমা ছিল। বিষয়টি বছরখানেক পূর্বে নিষ্পত্তি হলেও ফারুকদের ক্ষোভ রয়ে যায়। গত শুক্রবার সকালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হাবিল মোল্লা গুরুতর আহত হয়। হাবিল মোল্লার স্বজনরা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনার পেরিপ্রেক্ষিতে চারজনকে নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোঃ হাবিল মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা থানায় মামলা করেন।
মামলার বাদী মোঃ সুমন মোল্লা জানান, পুলিশ একজনকে গ্রেফতার করে চালান দেয় পরে মামলার আসামী জামিনে মুক্তি পেলে রবিবার গভীর রাত্র ৩টার দিকে আমাদের পানের বরজে আগুন দেয়। আমাদের ডাক চিৎকার শুনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আগুনে আমাদের পানের বরজের অনেক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মামলার বিবাদী মো. ফারুক হোসেনের বাসায় গেলে কাউকে পাওয়া যায় নাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ বোস জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে, একজনকে আদালতে পাঠিয়েছি। বাকী আসামীদের গ্রেফতার অব্যহত আছে। তবে বাদীর পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি, আমরা তদন্ত করে দেখব।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৫ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ