বামনায় বিএনপির কর্মীসমাবেশ

প্রথম পাতা » বরগুনা » বামনায় বিএনপির কর্মীসমাবেশ
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫


বামনায় বিএনপি”র কর্মীসমাবেশ

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনা বামনায় শনিবার সকালে ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ বীরমুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃনমূল নেতা-কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বামনায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে। কর্মী সভায় উপস্থিত জনগনকে উদ্দেশ্যে আরো বলেন, আপনারা কি নির্বাচন চান- এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন।

তিনি বলেন, জাতিসংঘ বলেছে- ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা  হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকের থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা  ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে।

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রাশেদ খান মামুন -এর সভাপতিত্বে  কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বামনা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোঃ রুহুল আমীন, কেন্দ্রীয় যুবদল নেতা খান মোঃ জহিরুল ইসলাম, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জামাল, বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দীন হাওলাদার, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আবু সালেহ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম দিপু সিকদার, ছাত্রদলের আহবায়ক মোঃ নাসির জোমাদ্দার প্রমুখ।

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৫:২৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ