বাউফলে নির্মাণের এক সপ্তাহের মাথায় সেতু ভেঙ্গে যাওয়ায় মানববন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে নির্মাণের এক সপ্তাহের মাথায় সেতু ভেঙ্গে যাওয়ায় মানববন্ধন
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


---

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সেতু নির্মাণের এক সপ্তাহের মাথায় ভেঙ্গে পড়ায় মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। শনিবার বেলা ১১টায় উপজেলার সন্যাসীকান্দা ও কুড়িপাইকা এলাকায় ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ কবির মোল্লা, ইউপি সদস্য মেহেদি হাসান, হায়দার আলী মাঝি ও স্কুল শিক্ষক সালেহা বেগম। মানববন্ধনে বক্তারা পটুয়াখালী পুরাণ বাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’ ও তদারকী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২১ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ