চরফ্যাশনে জমির বিরোধে হামলায় নারীসহ আহত-৫

প্রথম পাতা » বরিশাল » চরফ্যাশনে জমির বিরোধে হামলায় নারীসহ আহত-৫
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫


চরফ্যাশনে জমির বিরোধে হামলায় নারীসহ আহত-৫

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারিসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। শনিবার সকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।
আহতরা হলেন,এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা মো.আলতাফ হোসেন (৩৮), আলতাফ বেপারী (৪২) ও সুমাইয়া (১২) হাসপাতালে চিকিৎসাধীন আহত আলতাফ হোসেন জানান,একই এলাকার বাসিন্দা মো. নাজিম গংদের সাথে জমিজমার বিরোধ চলমান রয়েছে শনিবার সকাল ৯টায় ওই জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ নাজিম এর নেতৃত্বে বশির, শাহেব আলী, ফয়সালসহ ১২/১৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে। ওই জমিতে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। তিনি আরো বলেন,গত ৩০বছর যাবত আমাদের ভোগদখলীয় এই জমিগুলো প্রতিপক্ষরা তাদের দাবি করে একাধিক মামলা মোকদ্দমাসহ নানান ভাবে হয়রানি করে আসছেন। যদিও আদালত আমাদের কাগজ পত্র জাছাই বাছাই করে আমাদের পক্ষে রায় দিয়েছেন। মুলত নাজিম গংরা কোথাও না পেরে এখন জোরপূর্বক দখলে নিতে সন্ত্রাসী হামলা চালান।
এদিকে অভিযুক্ত নাজিম গংরা উল্টো অভিযোগ করে জানান, ওই জমিগুলোর সকল বৈধ কাগজপত্র থাকার পরেও প্রতিপক্ষ আলতাফ হোসেন গংরা জোরপূর্বক দখলে রাখেছেন। এবং শনিবার সকালে ওই জমিতে গেলে আলতাফ গংদের লোকজন আমাদেরকে মারধর করেন। এতে আমাদেরও দু’জন আহত হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ পেলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:২৫:৪৪ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ