গৌরনদীতে ১০মন জাটকা জব্দ

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ১০মন জাটকা জব্দ
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫


গৌরনদীতে ১০ মন জাটকা জব্দ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ মন জাটকা (ইলিশের পোনা) জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মাহিলাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন মৎস্য দপ্তর।  বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ  নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাটকা পাচারের গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার দিাবগত রাতে থানা পুলিশের সহায়তায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী মেঘনা ও আলম পরিবহনসহ মোট পাঁচটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় বাসের মালামাল রাখার বক্সে তল্লাশী চালিয়ে প্রায় ১০ মন জাটকা (ইলিশের পোনা) জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণকালে থানার উপ-পরিদর্শক জুয়েল হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:২২ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ