ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারে বোরো রোপণ উদ্বোধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারে বোরো রোপণ উদ্বোধন
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারে বোরো রোপণ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়নের খাজাপুর ব্লকে উচ্চ ফলন শীল (উফশী) বোরো ধান সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শারমিন আক্তার, মো. সাদ্দাম হোসেন, মো. রোকনুজ্জামান খান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম বলেন, সমলয়ে চাষাবদ আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত। এটি শুধুমাত্র কৃষকের জন্য আর্থিখভাবে লাভজনক হবে না, বরং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য এ পদ্ধতি ব্যবহারে প্রত্যেক কৃষককে এগিয়ে আসতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমলয়ে চাষাবাদের এ আধুনিক পদ্ধতি কৃষি খাতে সময় ও শ্রম এবং খরচ কমানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পের আওতায় উপজেলার ৫০ জন কৃষকের ৫০ বিঘা জমিতে চাষাবাদের জন্য সার ও বীজ বিতরণ করা হবে।

 

এসিজি/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:১০:২১ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ