দুমকিতে ডেভিল হান্টে আ‘লীগের ৩নেতা গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ডেভিল হান্টে আ‘লীগের ৩নেতা গ্রেফতার
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫


আ‘লীগের

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেভিল হান্টে আ‘লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,গত রবিবার গভীর রাত ও সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ও আঙ্গারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের সাড়াসি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি সাবেক সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৫), আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৫) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো: মশিউর রহমান বাবু (২৪)। তাদেরকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় আজ সোমবার দুপুর ১২টায় কোর্টে চালান দেয়া হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান রয়েছে।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:০৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ