কাউখালীতে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী শুরু
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী শুরুকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

‘স্কাউটিং করব-সুন্দর জীবন গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ পাঁচদিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি স্বজল মোল্লা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম, পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বাবর তালুকদার, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মোঃ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের কমিশনার সুব্রত রায়।
আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীতে উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আগামী ১৩ ফেব্রুয়ারী পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর পরিসমাপ্তি ঘটবে বলে জানানো হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:২২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ